শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

গুপ্তধন

গুপ্তধন

৪৫ লাখ ডলারেরও বেশি মূল্যের অষ্টাদশ শতাব্দীতে হারিয়ে যাওয়া স্পেনীয় স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একজন গুপ্তধন সন্ধানকারী। বিবিসি জানিয়েছে, ওই ৩৫০টি স্বর্ণমুদ্রা ৩০০ বছর ধরে ফ্লোরিডা উপকূলের আটলান্টিক মহাসাগরের তলদেশে পড়েছিল। ৩০০ বছর আগে কিউবা থেকে স্পেনে যাওয়ার পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ১১টি স্পেনীয় জাহাজের একটি বহর ডুবে গিয়েছিল, এই মুদ্রাগুলো জাহাজগুলোর কোনোটিতেই ছিল। ফ্লোরিডার উপকূলে গুপ্তধনের সন্ধান করা একটি জনপ্রিয় বিষয়ে পরিণত হয়েছে। জুনে একই উপকূল থেকে প্রায় ১০ লাখ ডলার মূল্যের ৫০টি মুদ্রা পাওয়া যায়। এবারের মুদ্রাগুলো জুলাইয়ের শেষে তীরের কাছে মাত্র এক মিটার পানির নিচের বালির ভিতরে খুঁজে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী, খুঁজে পাওয়া স্বর্ণমুদ্রাগুলোর মূল্যের ২০ শতাংশ ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোষাগারে জমা দিতে হবে। উইলিয়াম বার্লেট নামের এক ডুবুরি মুদ্রাগুলো খুঁজে পান।

 

সর্বশেষ খবর