শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

নাজিবের প্রতি অনাস্থার ডাক মাহাথিরের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দ্রুত অনাস্থা ভোট নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নাজিব পার্লামেন্টের সদস্যদের লোভনীয় সরকারি পদ দিয়ে তার পক্ষে ধরে রেখেছেন বলে অভিযোগ করেছেন মাহাথির। ঋণে জর্জরিত রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভলপমেন্ট বেরহ্যাড (ওয়ানএমডিবি)-এ আর্থিক বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নাজিবের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে আগস্টে নিজের ডেপুটি উপপ্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করছেন নাজিব, অ্যাটর্নি জেনারেল পদে পরিবর্তন করেছেন এবং ওয়ানএমডিবি তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বদলি করেছেন। ২০১৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশিওনাল (বিএন) দুর্বল ফলাফল করার পর মাহাথির নাজিবের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেন। সবচেয়ে দীর্ঘ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করা মাহাথির এরপর থেকে নাজিবের প্রবল সমালোচকে পরিণত হন। বৃহস্পতিবার নিজের ব্লগে পোস্ট করা মন্তব্যে মাহাথির বলেন, এখন অনাস্থা প্রস্তাবে ভোট হওয়াটা জরুরি, কারণ নাজিব পার্লামেন্টের বিএন সদস্যদের লোভনীয় সরকারি পদ দিয়ে নিজের পক্ষে ধরে রেখেছেন। এর আগে যারা আমার কাছে এসে নাজিব প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তাদেরও সরকারি পদ দেওয়া হয়েছে, সরকারি পদ পেয়ে তারা এখন অবস্থান পাল্টিয়েছে। এএফপি।

সর্বশেষ খবর