শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

গ্রিসে নির্বাচনের আগে ক্ষমতাসীন দলে ভাঙন

গ্রিসের ক্ষমতাসীন বামপন্থি সিরিজা পার্টি থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গড়ছে বেইলআউট চুক্তি বিরোধী কট্টর বামরা। আগাম নির্বাচনের পথ সুগম করতে প্রধানমন্ত্রী অ্যালেঙ্সি সিপ্রাসের পদত্যাগের পর দলে এ ভাঙন দেখা দিল। সিরিজা নেতা ও প্রধানমন্ত্রী সিপ্রাস বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন। এ মাসের শুরুর দিকে ইউরোপীয় ঋণদাতাদের সঙ্গে গ্রিসের নতুন বেইলআউট চুক্তি নিয়ে ভোটাভুটিতে সিপ্রাস তার নিজ দলের অনেক এমপির সমর্থন হারানোর পর পদত্যাগ করেন। গ্রিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিজা পার্টির বেইলআউট চুক্তি বিরোধী ২৫ জন এমপি নতুন লেইকি এনোতিতা (পপুলার ইউনিটি) নামক পার্টিতে যোগ দেবে। দলটির নেতৃত্ব দেবেন সাবেক জ্বালানিমন্ত্রী পানাগিওতিস লাফাজানিস, যিনি বেইলআউট চুক্তির ঘোর বিরোধী। গ্রিসের একটি পত্রিকা নতুন পার্টিতে যোগ দিতে ইচ্ছুক এমপিদের একটি তালিকা প্রকাশ করেছে। বিবিসি।

সর্বশেষ খবর