শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বিশ্বকে কাঁদানো সেই ছবি

বিশ্বকে কাঁদানো সেই ছবি

গ্রিসের একটি সমুদ্রসৈকত থেকে তোলা এই ছবিটি পুরো বিশ্বের চোখ অশ্রুসজল করেছে। ছবিতে আছে একজন বাবার কান্না। আছে সন্তানকে পরম নির্ভরতায় বাঁচিয়ে রাখার প্রত্যয়। তিন ছেলে আর একমাত্র মেয়ে নিয়ে সুখের সংসার ছিল লেইথ মাজিদের। স্ত্রী একজন স্কুলশিক্ষিকা। সিরিয়ার দেইর এল জোর শহরে তাদের বসবাস। তাদের সেই শহরে হঠাৎ আক্রমণ করে আইএস জঙ্গিরা। এরপর জীবন বাঁচাতে তুরস্ক হয়ে সমুদ্রপথে পালিয়ে গ্রিসে এসেছেন পরিবার নিয়ে। আর এমন একটি নৌকায় তারা এসেছেন যাতে মানুষ ছিল ১২ জন। অথচ এটা এত ছোট নৌকা ছিল যাতে সাকুল্যে তিন থেকে চারজন বসতে পারে। তিনি যখন এই অনির্দিষ্ট যাত্রা থেকে তীরে ফিরতে পেরেছেন তখন বেঁচে থাকার আনন্দে ছোট শিশুটিকে কোলে অাঁকড়ে ও অন্যটিকে বুকে নিয়ে কেঁদে ওঠেন। তখনই ছবিটি তোলেন নিউইয়র্ক টাইমসের আলোকচিত্রী ড্যানিয়েল এত্তের। এই ফটোসাংবাদিক বলেন, যতবারই ছবিটি দেখেছি ততবারই কান্নায় চোখ ভিজেছে। তবে শুধু তিনি কেন? গোটা বিশ্বের যে প্রান্তের যে মানুষই ছবিটা দেখেছেন তার ভিতরেই উঠছে হাহাকার। ভিজে যাচ্ছে চোখ। এরই মধ্যে হাজারো বার ছবিটি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

সর্বশেষ খবর