শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

আন্নাকে হত্যার হুমকি

ফের হত্যার হুমকি দেওয়া হলো ভারতের বরিষ্ঠ গান্ধীবাদী নেতা ও সমাজকর্মী আন্না হাজারেকে। বৃহস্পতিবার এই হত্যার হুমকি চিঠি আসে আন্নার কাছে। হুমকি চিঠির কথা স্বীকার করে আন্নার সহযোগী দত্তা আওয়ারী জানিয়েছেন 'হুমকি চিঠিতে মহাদের পাঞ্চাল নামে মহারাষ্ট্রের লাতুর জেলার এক বাসিন্দার কথা উল্লেখ করা হয়েছে। সে ওই চিঠিটি ওমানাবাদ থেকে পোস্ট করা হয়েছে বলেও জানিয়েছেন দত্তা। চিঠিতে একজন ভাড়া করা খুনিকে দিয়ে আন্নাকে হত্যা করা হবে বলে বলা হয়েছে। সমাজের বিশিষ্ট মানুষদের হত্যা করাই ওই ভাড়াটে করা খুনির নেশা বলেও উল্লেখ করা হয়েছে। হুমকি চিঠি আসার পরই আন্নার তরফে আহমেদনগর জেলার পারনার পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হয়।

কলকাতা প্রতিনিধি

সাংবাদিক হত্যা

দক্ষিণ সুদানের রাজধানী জুবায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে চলতি বছর দেশটিতে সাত সাংবাদিক নিহত হলো। দেশটির প্রেসিডেন্ট সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি দেওয়ার কয়েক দিনের মাথায় তাকে হত্যা করা হলো। স্থানীয় দ্য নিউ নেশন পত্রিকার প্রতিবেদক মোই পিটার জুলিয়াসকে টার্গেট করে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আলজাজিরা বলেছে, দক্ষিণ সুদানের সাংবাদিক ইউনিয়নের চেয়ারম্যান ওলিভার মোদি জানান, তাকে উদ্দেশ্যমূলকভাবেই হত্যা করা হয়েছে। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কীর হুমকি দিয়ে জানান, মত প্রকাশের স্বাধীনতার নামে যারা দেশের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর