শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

আইএসের নতুন অস্ত্র \\\'এইডস\\\' বোমা

আইএসের নতুন অস্ত্র \\\'এইডস\\\' বোমা

সিরিয়া ও ইরাককে রণভূমিতে পরিণত করার পর এবার ভয়াবহ এইডস বোমার পরিকল্পনা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস)। জানা গেছে, সংগঠনটি এইচআইভি পজিটিভ ১৬ জঙ্গিকে আত্মঘাতী অভিযানে পাঠাচ্ছে আইএস।

এই ১৬ জনের বেশিরভাগই বিদেশি। আইএসের ধারণা দু'জন মরোক্কোর নারীর সঙ্গে যৌন সম্পর্কের ফলেই এইচআইভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে তাদের শরীরে। সেই দুই নারী তুরস্কে পালিয়ে গিয়েছেন বলে খবর।

এইচআইভি পজিটিভ জঙ্গিদের আপাতত সিরিয়ার হাসাকাহ জেলার শদ্দাদি শহরের বদ্ধভূমিতে রাখা হয়েছে। তাদের আত্মঘাতী বোমা হিসেবে ব্যবহার করার কাজ চলছে। এর আগেও আইএস জঙ্গিদের মধ্যে এইচআইভি ছড়িয়ে পড়ার খবর মিলেছিল। ইন্দোনেশিয়ার এক যোদ্ধার থেকে এক যৌনদাসীর শরীরে সংক্রমণ ছড়িয়েছিল। পরে কৃত্রিম উপায়ে সংক্রমণ ছড়ানোর জন্য রক্তদানও করে ওই যোদ্ধা। গত জুন মাসে তাকে হত্যা করা হয়।

ঘটনা সামনে আসার পর গোটা দলের এইডস স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে আইএস। যদি কেউ সংক্রমিত হন, তার একটাই উপায়, আত্মহত্যা।

বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর