বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফিলিপাইনে গুলি করে দুই চীনা কূটনীতিককে হত্যা

ফিলিপাইনের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে দুই চীনা কূটনীতিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন। চিবু শহরে এ ঘটনা ঘটে। গতকাল স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে চিবুর একটি জনপ্রিয় রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন কূটনীতিকরা। এ সময় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ফিলিপাইন পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন হচ্ছে চীনের ডেপুটি কনসাল ও অপরজন দূতাবাসের অর্থ কর্মকর্তা। আহত হয়েছেন কনসাল জেনারেল। এ ঘটনায় দুই চীনা নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন দূতাবাসে কর্মরত চীনা কূটনীতিকের স্বামী। অপরজন দূতাবাসেরই সাবেক নারী কর্মচারী। ম্যানিলায় চীনা দূতাবাসের মুখপাত্র এ ব্যাপারে তাৎক্ষণিক  কোনো মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দূতাবাস এখনো বিষয়টি খতিয়ে  দেখছে।’

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ : ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় কোপ্পুর কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭-য়ে পৌঁছেছে। এ ছাড়া হাজার হাজার মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কোপ্পুর আঘাতের তিন দিন পর আবহাওয়ার অবস্থা কিছুটা উন্নত হলেও ভারি বৃষ্টিপাতের কারণে অনেক এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। এ ছাড়া উত্তরাঞ্চলীয় ম্যানিলা শহরের বেশ কিছু কৃষিপ্রধান গ্রামে বন্যার কারণে প্রচুর ফসল নষ্ট হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এসব ক্ষতি চিহ্নিত করছেন বলে জানা গেছে। অনেক এলাকার বন্যার পানি কমে যাচ্ছে। দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার কারণে মূলত কৃষি ফসলের ক্ষতি হয়েছে। তবে সেখানেও বন্যার পানি শুকিয়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। দেশটির প্রধান কৃষি এলাকা লিউজনে বন্যার কারণে ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়  মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। ওই এলাকার অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। প্রায় ৩০০ গ্রামবাসী বন্যার পানিতে আটকে গেছে।

অনেক এলাকায় বন্যার পানি কমলেও দেশটিতে প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। দুর্যোগের সময় অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, ভূমিধসের কারণে মাটিচাপা পড়ে, গাছ ভেঙে পড়ায় গাছের নিচে আটকা পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এ ছাড়া দুর্যোগের সময় এক ব্যক্তি সাপের কামড়ে মারা গেছে। এ ছাড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে বাড়িঘর, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্সের মুখপাত্র আইভি সারাসি। বিবিসি।

সর্বশেষ খবর