বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অভিবাসী ঠেকাতে ক্ষমতা পেল স্লোভেনিয়ার সেনাবাহিনী

অভিবাসী চাপ ঠেকাতে সেনাবাহিনীকে অধিক ক্ষমতা দিয়েছে স্লোভেনিয়ার পার্লামেন্ট। ফলে সেনাবাহিনী পুলিশের অনুপস্থিতিতেই সীমান্তে টহল দিতে পারবে। সোমবার দেশটি পুলিশকে সহযোগিতা করতে  সেনাবাহিনী মোতায়েন করে এবং সেটা ছিল পুলিশের উপস্থিতিতে। রয়টার্স জানিয়েছে, গতকাল সকালে স্লোভেনিয়ার পার্লামেন্ট সেনাবাহিনীকে অধিক ক্ষমতা দিয়ে একটি আইন পাস করে। হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার অভিবাসী দেশটিতে প্রবেশ করায় এমন আইন করা হলো। হাঙ্গেরি সীমান্ত বন্ধ করায় শনিবার  থেকে এ পর্যন্ত ২০ হাজার শরণার্থী দেশটিতে প্রবেশ করেছে। এরা সবাই অস্ট্রিয়ায় যেতে আগ্রহী। এর মধ্যে মঙ্গলবার অন্তত ৬ হাজার শরণার্থী স্লোভেনিয়ায় রাত কাটিয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর