বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
দাউদকে ইঙ্গিত করে ডন ছোটা রাজন বললেন

কারও ভয়ে ভীত নই

কারও ভয়ে ভীত নই

মুম্বাইয়ের এক সময়ের অন্যতম ডন দাউদ ইব্রাহিমের শিষ্য দুদিন আগে গ্রেফতার হয়েছেন ইন্দোনেশিয়ার বালিতে। ভারতের গণমাধ্যম বলছে, কিছুদিন ধরে এই ছোটা রাজনকে হত্যার ফন্দি আঁটায় তারই গুরু মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। এই ভয়েই অনেকটা আÍসমর্পণ করেছেন ছোটা রাজন। বছর কয়েক আগে দাউদের ডি কোম্পানির গুলিতে  কোনো মতে প্রাণ বাঁচিয়েছিল তিনি। এরপর জীবন বাঁচাতে ঘুরে বেড়াচ্ছিলেন অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায়। তবে ধরা পড়ার দুদিন পরে কিন্তু দাউদ বা ডি কোম্পানির থেকে মৃত্যু ‘পরোয়ানা’র কথা একেবারেই উড়িয়ে দিলেন ছোটা রাজন। দাউদকে ইঙ্গিত করে বলেন, তিনি ভয় পান না কাউকেই। বর্তমানে কিডনির সমস্যায় ভুগছেন রাজন। গ্রেফতারের পর ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তাকে ভারতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ইয়াকুব মেমনের ফাঁসির পরে দাউদের ঘনিষ্ঠতম সঙ্গী ছোটা শাকিল হুমকি দিয়েছিলেন, ছোটা রাজনকে কিছুদিনের মধ্যেই খুন করা হবে। এ অবস্থায় ছোটা রাজন ইন্দোনেশিয়ায় ধরা দিয়ে ভারতের আশ্রয়ে নিজের জীবনটা নিরাপদ করলেন বলে মনে করছেন অনেকেই। এনডিটিভি।

 

সর্বশেষ খবর