শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ

এবার জাতীয় পুরস্কার ফেরাচ্ছেন অরুন্ধতী রায়

কলকাতা প্রতিনিধি

ভারত জুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে নিজের ‘বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড’ ফিরিয়ে দিচ্ছেন প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। ১৯৮৯ সালে ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ান্স’ ছবিতে সেরা চিত্রনাট্যকার হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন অরুন্ধতী। এবার সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বুকার পুরস্কার জয়ী লেখিকা অরুন্ধতী।  দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে অরুন্ধতী জানান ‘আমি খুব খুশি এটা ভেবে যে, আমি আমার জাতীয় পুরস্কারটা ফিরিয়ে দিতে পারব। কারণ যে সব সাহিত্যিক, কবি, লেখক, পরিচালকরা মতাদর্শগত বিদ্বেষ এবং আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, রাজনৈতিক আন্দোলন শুরু করেছিলেন তাতে আমি অংশ নিতে পারব।

সর্বশেষ খবর