শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মালদ্বীপে ভাইস প্রেসিডেন্টকে অভিশংসন

মালদ্বীপে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের স্পিডবোটে বিস্ফোরণের ঘটনায় ভূমিকা থাকার অভিযোগে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে অভিশংসন করেছে পার্লামেন্ট। প্রেসিডেন্ট ইয়ামিন দেশটিতে এক মাসের জরুরি অবস্থা জারির পরদিন গতকাল জরুরি আইনের আওতায় ভাইস প্রেসিডেন্ট আদিবকে অভিশংসন করা হলো। ২৮ সেপ্টেম্বর হজ থেকে ফিরে প্রেসিডেন্ট ইয়ামিন ও তার স্ত্রী স্পিডবোটে করে বিমানবন্দর থেকে রাজধানী মালেতে যাওয়ার সময় তাদের নৌকায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইয়ামিনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় আদিবকে। মালদ্বীপের ৮৫ সদস্যের পার্লামেন্টে ৬১ জন সদস্য আদিবকে অভিশংসন করার পক্ষে ভোট দেওয়ার পর তার বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়। অনলাইন।

সর্বশেষ খবর