শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

গৃহবন্দী হয়ে থাকতে হবে মদন মিত্রকে

দীপক দেবনাথ, কলকাতা

শর্তসাপেক্ষে জামিন পেলেও আপাতত গৃহবন্দী হয়ে থাকতে হবে সারদা দুর্নীতিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রকে। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও মির দারা সিকোর ডিভিশন বেঞ্চ মদন মিত্রকে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছেন।

গ্রেফতার হওয়ার ৩২৪ দিন পর ৩১ অক্টোবর আলিপুর কারাগার থেকে জামিন পাওয়ার পরদিনই অসুস্থ হয়ে বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি আছেন তিনি। সেখান থেকে ভবানীপুরের বাসায় গেলে ২৪ ঘণ্টাই তার পাহারার জন্য রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। বাইরে কোথাও যেতে পারবেন না। চিকিৎসার প্রয়োজনে বাইরে যেতে হলেও সেক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে তাকে। মদন মিত্রের আইনজীবীরা জানান, গত এক বছর ধরে তিনি কারাগারে বন্দী রয়েছেন। তার জবানবন্দীও রেকর্ড করা হয়েছে। এরপরেও তাকে বন্দী রাখার কোনো যুক্তি নেই।

সর্বশেষ খবর