শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ক্যানে রাখা বোমায় বিধ্বস্ত করা হয় রুশ বিমানটি!

মিসরের সিনাই উপত্যকায় আইএস যে বোমাটি দিয়ে রাশিয়ার যাত্রীবাহী বিমানটি ধ্বংস করেছে তার একটি ছবি প্রকাশ করা হয়েছে। গোষ্ঠীটি তাদের আনুষ্ঠানিক ম্যাগাজিন ‘দাবিক’-এ গতকাল এ বোমার ছবি প্রকাশ করে। ছবিতে নীল ব্যাকগ্রাউন্ডে একটি ডেটোনেটর এবং একটি সুইসও দেখা যায়। আইএসের দাবি, সিনাই উপদ্বীপে রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইন্সের ফ্লাইট কেজিএল-৯২৬৮ বিমানটি ওই বোমা দিয়েই বিধ্বংস করা হয়।

বোমাটিকে ‘সোয়েপস বোমা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। আসলে বোমাটিকে ‘সোয়েপস কোমল পানীয়র ক্যানে ভরে বিমানটিতে রাখা হয়েছিল। পরে এটির বিস্ফোরণ ঘটানো হয়। গত ৩১ অক্টোবর মিসরের সিনাই উপত্যকায় ২২৪ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় রাশিয়ার ওই যাত্রীবাহী বিমানটি। চারজন ছাড়া আরোহীদের সবাই ছিলেন রুশ নাগরিক। বিমানটি মিসরের শারম আল শেখ অবকাশযাপন কেন্দ্র থেকে  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পুলকোভা বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের ২৩ মিনিট পরই বিধ্বস্ত হয়। বিমানটি বোমা মেরেই বিধ্বস্ত করা হয়েছে বলে ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রুশ গোয়েন্দা এফএসবি। দ্য হিন্দু।

সর্বশেষ খবর