শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বোমা আতঙ্কে মিসরগামী বিমানের জরুরি অবতরণ

এয়ার ফ্রান্সের বিমানে বোমা হামলার হুমকির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফের বোমা আতঙ্কে পোল্যান্ড থেকে মিসরগামী একটি যাত্রীবাহী বিমান বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। গতকাল বুরগাসের ব্ল্যাক সি সিটিতে অবতরণ করে পোলিশ বিমান এয়ারবাস এ৩২০-২৩২। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বিমানের ১৬১ জন যাত্রী এবং ক্রুর সবাইকেই নিরাপদে নামিয়ে আনে বুলগেরিয়ার বিশেষ বাহিনী। প্রাথমিক তল­াশিতে বিমানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছেন বুরগাস বিমানবন্দরের মুখপাত্র। পরে জানা গেছে, এক যাত্রী কৌতুক করে তার কাছে বোমা থাকার কথা বলার পর আতঙ্কে বিমানটি জরুরি অবতরণ করেছে। বিমানের আগাতা পিনুসেওসকা নামক এক যাত্রী পোলিশ সম্প্রচার মাধ্যম টিভিএন২৪ কে বলেন, আরেকজন যাত্রী তার কাছে বোমা থাকার কথা একজন ক্রু কে জানানোর পর বিমানটি গতিপথ পরিবর্তন করে বুরগাস বিমানবন্দরে অবতরণ করে। পরে ওই যাত্রী এটি নিছকই কৌতুক বলে জানিয়েছে। অবতরণের পর বিমানটি একঘণ্টা সেখানে থাকাকালে সেটিতে তল­াশি চালায় পুলিশ। প্যারিসে গত সপ্তাহের প্রাণঘাতী জঙ্গি হামলার পর সাম্প্রতিক দিনগুলোতে সীমান্ত এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বুলগেরিয়া। এএফপি।

সর্বশেষ খবর