শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চীন ও নরওয়ের দুই জিম্মিকে হত্যা করেছে আইএস

এক চীনা ও এক নরওয়ের নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। গতকাল নিজেদের অনলাইন ইংরেজি ভাষার সাময়িকী দাবিক-এর সর্বশেষ সংখ্যায় দুই ব্যক্তির ছবি প্রকাশ করে তাদের নিচে ‘হত্যা করা হয়েছে’ লেখা ছাপিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। কিন্তু কখন, কোথায় ও কেন এদের হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অসলোতে এক সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সুরবার্গ জানান, নরওয়েজীয় নাগরিক পররাষ্ট্র মন্ত্রণালয় যার নাম উলে ইউয়ান গ্রিমসগার্দ-স্তারোয়া বলে জানিয়েছে, সম্ভবত খুন হয়েছেন। সুরবার্গ জানিয়েছিলেন, এক নরওয়েজীয় জানুয়ারি থেকে সিরিয়ায় জিম্মি হয়ে আছেন, তিনি আইএসের হাতে বন্দী হয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। বেইজিংয়ে অপর এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই এ ঘটনার প্রতিক্রিয়ায় ‘গভীর মর্মবেদনা’ প্রকাশ করেন। এএফপি।

সর্বশেষ খবর