শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইএস রুখতে জাপানের নতুন গোয়েন্দা সংস্থা

ফ্রান্সের প্যারিসে ইসলামিক স্টেটের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রমের খোঁজখবর রাখতে একটি নতুন গোয়েন্দা ইউনিট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

এই গোয়েন্দা ইউনিটের কার্যক্রম কবে শুরু হবে গতকাল সে ব্যাপারে কিছু জানাননি জাপানের মুখ্য কেবিনেট সচিব ইয়েশোহিদে সুগা। তবে আগামী ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ইউনিটটির পথ চলা শুরু হবে বলে জানিয়েছে জাপানের নিক্কি বিজনেস ডেইলি। এর মাধ্যমে বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় জাপানের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন দেশটির কেবিনেট সচিব। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে জঙ্গি সংগঠন আইএস তাদের হাতে বন্দী এক জাপানি নাগরিককে হত্যা করলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার এ ধরনের একটি গোয়েন্দা ইউনিট গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। নিক্কি জানিয়েছে, নতুন ইউনিটটি প্রতিরক্ষা মন্ত্রণালয়, পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত হবে। এএফপি।

সর্বশেষ খবর