শিরোনাম
শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পার্টি গার্ল থেকে আত্মঘাতী

পার্টি গার্ল থেকে আত্মঘাতী

প্যারিসের দরিদ্র শহরতলিতে বেড়ে উঠেছে ২৬ বছরের এক তরুণী। পার্টিতে গিয়ে আমোদ-ফুর্তি করতে ভালোবাসত। বন্ধুদের ভাষায় হাসিখুশি এক মেয়ে। যদিও শৈশবে অনেক দুঃখজনক অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয়েছে তাকে। সেই মেয়েটি কীভাবে জঙ্গিদের সঙ্গে ভিড়ে গিয়ে আত্মঘাতী বোমারুতে পরিণত হলো সেই সমীকরণ যারা তাকে চিনতেন তাদের কেউ মেলাতে পারছেন না। বলা হচ্ছে প্যারিসে হামলার দুই দিন পর সেন্ট ডেনিসে পুলিশের অভিযানে আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেওয়া হাসনার কথা। প্যারিসের যে ফ্ল্যাটকে ঘিরে বুধবার ভোররাত থেকে জঙ্গিদের সঙ্গে পুলিশের তীব্র লড়াই চলেছে, সেখান থেকে উদ্ধার করা হয় হাসনা আইটবুলাসেনের মৃতদেহ। পুলিশের ধারণা, একটি আত্মঘাতী বোমার বেল্ট বাঁধা ছিল তার শরীরে। এই অভিযান চলার সময় একপর্যায়ে সেই বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশের ধারণা যদি সত্যি হয়, তা হলে হাসনা আইটবুলাসেন হচ্ছে পশ্চিম ইউরোপের প্রথম আত্মঘাতী মহিলা জঙ্গি। প্যারিসের সন্ত্রাসী হামলার মূল হোতা বলে যাকে ধারণা করা হয়, সেই আবদেল হামিদ আবাউদের দূরসম্পর্কিত বোন বলে বর্ণনা করা হচ্ছে হাসনাকে। বিবিসি।

সর্বশেষ খবর