শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘ক্যাপ্টাগন’ খেয়ে যুদ্ধ করছে আইএস

‘ক্যাপ্টাগন’ খেয়ে যুদ্ধ করছে আইএস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তেজক ইয়াবা বড়ি খেয়ে দিনরাত যুদ্ধ করেছিল জার্মান সৈন্যরা। আর এখন সিরিয়ায় আইএসের জঙ্গিরা জিহাদিরা ছোট্ট আরেকটি বড়ি খেয়ে দিনরাত যুদ্ধ করছেন বলে বিশেষজ্ঞরা সন্দেহ করছেন। ওই বড়ির নাম ক্যাপ্টাগন। প্রচণ্ড নেশা সৃষ্টিকারী এই বড়িটি কেবল সিরিয়াতেই উৎপাদিত হয়। বড়িটি নিষিদ্ধ তবে পাওয়া যায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। বড়িটি সেবন ও বিক্রি দুটোই করছে আইএস। এটি কালোবাজারে বিক্রি করে কোটি কোটি ডলারও আয় করছে আইএস। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকায় সম্প্রতি এই খবরটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, ক্যাপ্টাগন নামের শক্তিশালী এই নেশা সৃষ্টিকারী ওষুধ খুব দ্রুত কাজ করে এবং এটি খেয়েই সিরিয়ার যোদ্ধারা ঘুম বিশ্রাম ফেলে দিনে রাতে সর্বক্ষণ যুদ্ধ করতে পারছেন। বলা হচ্ছে, নেশা সৃষ্টিকারী এই বড়ি খাওয়ার কারণেই জিহাদিরা কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়াই নির্বিচারে হত্যাকাণ্ড চালাতে পারছেন। এই ট্যাবলেট গ্রহণ করেন লেবাননে এরকম একজন বলেছেন, এই ড্রাগটি নিলে আপনি ঘুমাতে তো দূরের কথা, চোখও বন্ধ করতে পারবেন না। বিবিসির একটি তথ্যচিত্রে আরেকজন গ্রহণকারী বলেছেন, এই ট্যাবলেট একবার খেলে আপনি আর কিছুতেই এটা খাওয়া বন্ধ করতে পারবেন না। ‘মনে হবে আমি পৃথিবীর শীর্ষে অবস্থান করছি। আমার যে ক্ষমতা তা আর কারও নেই।’ বলেন তিনি। আরেকজন বলেছেন, ‘ওই বড়ি খাওয়ার পর মনে হয়েছে এই পৃথিবীর আর কেউ আমাকে আক্রমণ করতে পারবে না।’ এএফপি

সর্বশেষ খবর