শিরোনাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্থবির ব্রাসেলস চলছে অভিযান

বেলজিয়ামে সন্ত্রাস-বিরোধী অভিযানে অন্তত ১৬ জনকে আটক করেছে  দেশটির পুলিশ। তবে প্যারিসে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন সালাহ আবদেল সালেমকে তারা এখনো খুঁজে পায়নি।

রাজধানী ব্রাসেলস ও চারলেরয় শহরে রবিবার ২২টির মতো অভিযান চালানো হয়। কিন্তু এসব অভিযানে  কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করতে পারেনি পুলিশ। ‘যেকোনো সময় শহরে হামলা হতে পারে’ এই আশঙ্কায় রাজধানীতে এখনো সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে। গত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে ব্রাসেলসে। নিরাপত্তার কড়াকড়িতে ব্রাসেলসের জনজীবনে গতকাল তৃতীয় দিনের মতো স্থবিরতা বিরাজ করছে। বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এসব আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সালাহ প্যারিসে হামলা চালিয়ে বেলজিয়ামে ফিরে এসে এখন ব্রাসেলসে অবস্থান করছে। তার বন্ধুদের বরাত দিয়ে বিবিসিকে জানিয়েছে, সালাহ আবেদল সালেমের সঙ্গে তাদের স্কাইপে কথা হয়েছে।  এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর