মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সু চির চূড়ান্ত বিজয়

প্রতিদিন ডেস্ক

সু চির চূড়ান্ত বিজয়

মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৭৭ শতাংশ আসনে জয়ী হয়েছে। গতকাল রাতে দেশটির নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করেছে। চলতি মাসের ৮ তারিখ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিছু দুর্গম এলাকা থেকে নির্বাচনের ফল আসতে কয়েক দিন দেরি হওয়ায় চূড়ান্ত ফলাফল প্রকাশে সময় লাগে। এনএলডি ৮৮৭টি আসনে জয়ী হয়েছে। যার অর্থ সু চির দল পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে নিরঙ্কুশ জয় পেয়েছে। আর সেনা নিয়ন্ত্রিত ইউনাইটেড সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জয় পেয়েছে ১১৭টি আসনে। মিয়ানমার পার্লামেন্টের ৪৪০ আসনের নিম্নকক্ষের মধ্যে ৩৩০ এবং ২২৪ আসনের উচ্চকক্ষের মধ্যে ১৬৮টিতে ভোট হয়েছে। সংবিধান অনুযায়ী উভয় পরিষদে বাকি ২৫ শতাংশ আসন পূরণ করবেন সেনাবাহিনীর সদস্যরা।

তাদের মনোনয়ন দেবেন সেনাবাহিনী প্রধান। তবে নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করলেও দেশটির প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা নিয়ে নিশ্চয়তা এখনো কাটেনি।

দেশটির সংবিধান অনুযায়ী, কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে বা তার সন্তান অন্য কোনো  দেশের নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বিবিসি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর