শিরোনাম
শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ঐকমত্যই হলো গণতন্ত্রের প্রধান শক্তি : মোদি

কলকাতা প্রতিনিধি

ঐকমত্যই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর মতে ‘সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু ভোটবাক্স নয়, যে কোনো বিষয়ে সহমত পোষণ করাটাই গণতন্ত্রের প্রধান শক্তি’। গতকাল ভারতের লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন ‘ভারত বৈচিত্র্যের দেশ এবং এই দেশের সংবিধান সব নাগরিককেই এক সূত্রে বেঁধে রাখার কাজ করছে। অতএব সংবিধানের পবিত্রতা রক্ষা করাটা আমাদের দায়িত্ব’। তিনি বলেন সংসদে সংখ্যাগরিষ্ঠতার অর্থ এটা নয় যে অন্যের ওপর  কোনো কিছু চাপিয়ে দেওয়া। সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু সেদিকে না তাকিয়ে, আমাদের উচিত সবাই মিলে ঐকমত্যে পৌঁছে আরও বেশি বেশি করে কাজ করা। কারণ ঐকমত্যই হলো গণতন্ত্রের সবচেড়ে বড় শক্তি।

সর্বশেষ খবর