বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার খ্রিস্টান স্টেট

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতিপক্ষ হিসেবে এবার খ্রিস্টান উগ্রপন্থিরা গঠন করেছে খ্রিস্টান স্টেট। দল গঠনের পরই সব মুসলিমকে হত্যার হুমকি দিয়ে বেলজিয়ামের একটি মসজিদে চিঠি পাঠিয়েছে সংগঠনের কর্মীরা। চিঠিতে মুসলিমদের উদ্দেশে বলা হয়, তোমাদের কোনো মসজিদ ও ব্যবসা নিরাপদ থাকবে না। তোমাদের ভাইদের (মুসলিমদের) শূকরের মতো হত্যা করা হবে, ক্রুশবিদ্ধ করা হবে। যুক্তরাজ্যের পত্রিকা ডেইলি মেইলে এ তথ্য জানানো হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মলেনবিক এলাকার আটোমান মসজিদে এই চিঠি পাঠানো হয়। মসজিদে এ ধরনের চিঠি পাঠানোর পর ওই এলাকার মুসলিমরা উদ্বিগ্ন। মসজিদটির ইমাম হাব্বাচ্চি বলেন, ‘খ্রিস্টান স্টেটের পাঠানো এই চিঠি নিয়ে হুমকির অভিযোগ পুলিশকে জানিয়েছি। তবে এ ঘটনাকে এখনো এত গুরুত্ব দেওয়ার কিছু দেখছি না। হতে পারে এ ধরনের চিঠি, যিনি পাঠিয়েছেন, ‘তিনি অস্বাভাবিক।’ তবে এটা গুরুতর হুমকি বলেও মনে করেন তিনি। হাব্বাচ্চি আরও জানান, ওই এলাকার আরও দুই মসজিদেও একই ধরনের হুমকিসংবলিত চিঠি পৌঁছেছে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর