শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইএস বিরোধী অভিযানে যোগ দিচ্ছে জার্মানি

পার্লামেন্টে অনুমোদন

আইএস বিরোধী অভিযানে যোগ দিচ্ছে জার্মানি

সিরিয়া অভিযানে ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গলের সুরক্ষায় ফ্রিগেট যুদ্ধজাহাজ পাঠাবে জার্মানি -বিবিসি

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যাচ্ছে জার্মানি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ সরকারের এ প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল দেশটির নিæকক্ষ বুনডেসটাগের ভোটে ৫৯৮ আইনপ্রণেতার মধ্যে ৪৪৫ জনই অভিযানের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ১৪৬ জন, আর ভোটদানে বিরত ছিল ৭ জন। এর আগে মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের  মন্ত্রিসভা আইএসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাবে সায় দেয়। এবার বুনডেসটাগও প্রস্তাবটি অনুমোদন করল। গত মাসে প্যারিসে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের অনুরোধে জার্মানির পার্লামেন্টে ভোট হলো। মন্ত্রীদের ধারণা জার্মানিও এখন আইএসের হামলার লক্ষ্য। আইএস এর বিরুদ্ধে অভিযানে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার মতো বিমান হামলা চালাবে না জার্মানি। তবে তারা আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটকে সামরিক সহায়তা করবে। অভিযানের অংশ হিসেবে জার্মানি ৬টি টর্নেডো জেট, একটি ফ্রিগেট যুদ্ধজাহাজ যা ফ্রান্সের বিমানবাহী রণতরী শার্ল দ্য গলের সুরক্ষায় কাজ করবে, জ্বালানি বহনকারী বিমান এবং ১ হাজার ২০০ সেনা সদস্যকে সিরিয়ায় পাঠাবে। এটি হবে বর্তমানে বিদেশের মাটিতে জার্মানির সবচেয়ে বড় সামরিক অভিযান। প্রাথমিকভাবে একবছর এ অভিযান চলবে এবং এজন্য খরচ হবে ১৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়াও এর প্রতিবেশী যেসব দেশে আইএস সক্রিয় সেসব দেশের সরকারের অনুমতিক্রমে জার্মানি তাদের সেনাদের সেখানে পাঠাবে। এছাড়া, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল, উপসাগরীয় অঞ্চল, লোহিত সাগর এবং তৎসংলগ্ন সমুদ্রে নজরদারির ব্যবস্থাও করা হবে। এর আগে যুক্তরাজ্য পার্লামেন্টের অনুমোদনের পর বৃহস্পতিবার থেকে সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো শুরু করেছে। বিবিসি।

সর্বশেষ খবর