শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে ৩০ কোটি অবৈধ অস্ত্র

ব্যবহার হচ্ছে যাচ্ছেতাই

ব্যবহার হচ্ছে যাচ্ছেতাই

যুক্তরাষ্ট্রে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশে আগ্নেয়াস্ত্র আইন নিয়ন্ত্রণ করার জন্য বহুবার কথা বলেছেন। কিন্তু আগ্নেয়াস্ত্রের ব্যবহারে নিয়ন্ত্রণে আসছে না। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে অন্তত ১৫ বার আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করার পক্ষে কথা বলেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। চলতি বছর আমেরিকায় বন্দুক হামলায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৫ হাজার মানুষ। এমন প্রেক্ষাপটে হতাশ প্রেসিডেন্ট ওবামা সংবাদ মাধ্যমকে একটি বিষয় তুলনা করার আহ্বান জানিয়েছেন। সেটি হচ্ছে, সন্ত্রাসী হামলায় আমেরিকার কতজন নাগরিক মারা গেছে আর অন্যদিকে নিজ দেশে আগ্নেয়াস্ত্রের গুলিতে কতজন মারা গেছে? তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর সন্ত্রাসী হামলা থেকে নিজেদের নাগরিককে রক্ষা করতে এক ট্রিলিয়ন ডলার (৭৭ লাখ কোটি টাকা) ব্যয় করে। অথচ সন্ত্রাসী হামলায় যে পরিমাণ লোক মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় আমেরিকার অভ্যন্তরে আগ্নেয়াস্ত্রের গুলিতে। পলিটিফ্যাক্ট-এর পরিচালিত এক জরিপে দেখা গেছে ১৯৬৮ থেকে ২০১১ সাল পর্যন্ত আগ্নেয়াস্ত্রের গুলিতে আমেরিকায় ১৪ লাখ মানুষ মারা গেছে। আমেরিকায় এখন কতগুলো পিস্তল বা বন্দুক ব্যবহার করা হচ্ছে তার সঠিক কোনো পরিসংখ্যান দেশটির কর্তৃপক্ষের কাছে নেই। তবে ধারণা করা হয়, এই সংখ্যা প্রায় ৩০ কোটি। এই সংখ্যা আমেরিকার মোট জনসংখ্যার সমান। প্রেসিডেন্ট ওবামা বন্দুকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাইলেও সেটি সম্ভব হচ্ছে না। বিবিসি।

সর্বশেষ খবর