শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারতে পরমাণু বোমা হামলার আয়োজন ছিল পাকিস্তানের!

কার্গিল নিয়ে যুদ্ধ বাধে

১৯৯৯ সালে কার্গিল নিয়ে যুদ্ধ বাধে ভারত ও পাকিস্তানের মধ্যে। যে যুদ্ধ কার্গিল যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে পিছু হটে পাকিস্তান। তবে যুদ্ধে হার নিশ্চিত জেনে পরমাণু হামলার সব আয়োজন করেছিল পাকিস্তান। এমনই তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের তৎকালীন সদস্য অ্যানালিস্ট ব্রুস রিডেলের সদ্য প্রকাশিত নিবন্ধে। ১৯৯৯ সালে কার্গিলের উঁচু পাহাড়ে গোপনে ঘাঁটি গেড়ে কাশ্মীর উপত্যকায় পাকিস্তান বিধ্বংসী আঘাত হানা শুরু করে। তখন ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ি। পাকিস্তানের বিধ্বংসী মানসিকতায় পাল্টা জবাব দিতে তিনি ভারতের সেনাবাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন। এ অবস্থায় ভারতীয় সেনারা গুঁড়িয়ে দেয় পাকিস্তানের বাঙ্কারগুলো। তখন পাকিস্তান আশঙ্কা করেছিল ভারতীয় বাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে পড়বে। তখনই পাকিস্তান ভারতে পরমাণু বোমা হামলার পরিকল্পনা করে। পাকিস্তানের সে সময়ের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ছুটে যান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কাছে। যুদ্ধ থামানোর জন্য ভারতের ওপর যেন আমেরিকা চাপ দেয়। কিন্তু, ততক্ষণে সিআইএ’র চূড়ান্ত গোপনীয় নোট পৌঁছে যায় ক্লিনটনের ওভাল অফিসে। তাতে লেখা ছিল, পাকিস্তান পরমাণু অস্ত্র নিয়ে আঘাত হানার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর ফল মারাÍক হতে পারে। অনলাইন।

সর্বশেষ খবর