বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ট্রাম্পের মুসলিমবিরোধী মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়

ট্রাম্পের মুসলিমবিরোধী মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়

তিনি ধনকুবের। তিনি ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য প্রত্যাশী। তবে এই নির্বাচনের আগে তিনি যতটা না আলোচিত তার চেয়ে বেশি সমালোচিত। বিশেষ করে তার মুসলিমবিরোধী মনোভাব ও বক্তব্যের জন্য। গত মাসে প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই ট্রাম্প একের পর এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে আসছেন। এর আগে তিনি আমেরিকার সব মুসলিমের তালিকাভুক্তি, মসজিদে নজরদারি প্রতিষ্ঠা এবং দরকার হলে মসজিদ বন্ধ করে দেওয়ারও প্রস্তাব করেছিলেন। তবে সব কিছু ছাড়িয়ে গেছে গত সোমবার সাউথ ক্যারোলাইনায় একটি জনসভায় তিনি বলেন, জরিপে দেখা যাচ্ছে, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। তিনি আরও মন্তব্য করেন, মুসলিম সম্প্রদায়ভুক্ত অভিবাসীদের না ঠেকালে দেশে আরও ৯/১১-এর মতো ঘটনা ঘটবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মুসলিমদের আমেরিকায় ঢুকতে বাধা দেওয়া উচিত বলে মন্তব্য করেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়া শুধু আমেরিকা নয়, ক্ষোভ ছড়িয়ে পড়েছে আটলান্টিকের এ পারের দেশ যুক্তরাজ্যেও। প্রতিক্রিয়া দেখা গেছে জাতিসংঘে। নিন্দা জানিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী, কানাডার সরকার থেকে শুরু করে ইরান, ইরাক সব খানেই। তার বক্তব্যকে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। প্রতিষ্ঠানটির মুখপাত্র পিটার কুক বলেছেন, এ ধরনের কথা-বার্তা ইসলামিক স্টেটের কর্মকাণ্ডকে আরও জোরদার করতে পারে। এদিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ তীব্র সমালোচনার মুখেও দেশটিতে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের মন্তব্যে অটল রয়েছেন ট্রাম্প।  ট্রাম্পের এমন মন্তব্যে মার্কিন নির্বাচনী বিতর্কে হস্তক্ষেপ না করার রীতি ভঙ্গ করে প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর