বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বরফ কী গলছে ভারত পাকিস্তান সম্পর্কের?

ইসলামাবাদ যাচ্ছে নরেন্দ্র মোদি

কলকাতা প্রতিনিধি

কিছু দিন শান্ত থাকার পর আবার উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তানের সম্পর্ক। আর তা চলছে দশকের পর দশক ধরে। গত সপ্তাহেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে রেড অ্যালার্ট জারি করে। দিল্লি গোয়েন্দাদের তরফে বলা হয় দুজন লস্কর-ই-তৈয়েবার জঙ্গি দিল্লিতে ঢুকেছে। তাদের টার্গেট প্রধানমন্ত্রী মোদিকে হত্যা করা। এর দুই দিন পরেই ব্যাংককে ভারত ও পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টারা বৈঠকে বসেন। তাতেই গলতে শুরু দুই দেশের সম্পর্ক! এর পরেই পাকিস্তান সফরে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সফরে আলোচনা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। প্রাধান্য পেয়েছে উপমহাদেশের অর্থনীতি ও রাজনৈতিক সম্পর্কও। যদিও এই বন্ধুত্বের হাতটা ভারতই প্রথম বাড়িয়ে দিতে চাইল। গতকালই সুষমা ঘোষণা দিলেন, আগামী বছরেই পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  যদিও ওই সফরের উপলক্ষ্যটা ‘সার্ক শীর্ষ’ সম্মেলন। ২০১৬ সালে পাকিস্তানেই হতে যাচ্ছে এই সার্ক শীর্ষ সম্মেলন। এদিকে আফগানিস্তানের উন্নয়ন নিয়ে ইসলামাবাদে ‘হার্ট অব এশিয়া সম্মেলনে’র পঞ্চম মন্ত্রী পর্যায়ের বৈঠকে গতকাল সুষমা বলেন, ‘দীর্ঘ সময়ের মধ্য দিয়ে আমরা এখন অনেক পরিণত হয়েছি।

 

সর্বশেষ খবর