বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

উত্তাল ভারতের সংসদ

হেরাল্ড পত্রিকা মামলা

দীপক দেবনাথ, কলকাতা

‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকা মামলা ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করলেন রাহুল গান্ধী। তার অভিযোগ ‘ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে ‘১০০ শতাংশ’ প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি সরকার। যদিও বিচারব্যবস্থার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান কংগ্রেস সহসভাপতি। গতকাল সংসদের বাইরে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে উত্তেজিত রাহুল বলেন ‘এটা ১০০ শতাংশ রাজনৈতিক প্রতিহিংসা। এই প্রতিহিংসা আসছে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেই। এটাই তাদের (বিজেপি) রাজনীতির ধরন। এটা খাঁটি ১০০ শতাংশ প্রতিহিংসার রাজনীতি’। রাহুল আরও বলেন ‘বিচার ব্যবস্থার ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা এর শেষ দেখতে চাই। সত্যি একদিন সামনে আসবেই’। এর আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সোনিয়াপুত্র দলের সহ-সভাপতি রাহুল গান্ধীকে আদালতের সমন পাঠানো ইস্যুতে উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদ। সভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সংসদ সদস্যরা, আর তাদের সমর্থন করে তৃণমূল কংগ্রেসও। যার জেরে পর পর বেশ কয়েকবার মুলতবি হয়ে গেল সংসদের অধিবেশন। গতকাল লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরই এই ইস্যুতে বলতে ওঠেন কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা সাংসদ মল্লিকার্জুন খাড়গে। কিন্তু স্পিকার তাকে ফ্লোর দেননি। এতে  হৈচৈ শুরু করে দেয় বিরোধীদলীয় সাংসদরা। যদিও স্পিকার সুমিত্রা মহাজন তাকে জিরো আওয়ারে বক্তব্য রাখতে অনুমতি দেন। এরপর জিরো আওয়ারে নিজের বক্তব্য রাখতে গিয়ে খাড়গে বলেন সরকার পক্ষ বিরোধীদের দমিয়ে রাখতে চাইছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর