বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অ ন্য খ ব র

ডাইনোসরের জীবাশ্মের সন্ধান

বিলুপ্ত বৃহদাকার প্রাণী ডাইনোসরের দুটি জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে চীনে। জীবাশ্ম দুটির বয়স প্রায় ১ লাখ ৮০ হাজার  কোটি বছর। এগুলো লম্বায় ৩০ ফুট। দেশটির একটি প্রধান সড়কের পাশে বাড়ির নিচের মাটি খুঁড়তে গিয়ে জীবাশ্মগুলোর হদিস পাওয়া যায়। অনুমান করা হচ্ছে, এগুলো যথাক্রমে লুফেঙ্গোরাস ম্যাগনাস অথবা

লুফেঙ্গরাস হুয়েনিহারবিভোরেসের। বিজ্ঞানীরা ধারণা করছেন যখন এই ডাইনোসরগুলো জীবিত ছিল, তখন এদের উচ্চতা ছিল ৩০ ফুটের ওপর। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার জন্যই লুফেঙ্গরাস ম্যাগনাসের মাথাটি নষ্ট হয়ে গেছে। অপরদিকে, লুফেঙ্গরাস হুয়েনির মাথাটিকে সংরক্ষণ করা হয়েছে। জিওলজিক্যাল হেরিটেজের প্রধান লুফেঙ্গ স্থানটিকে সংরক্ষণ করে রাখার কথা বলেছেন।

 

সর্বশেষ খবর