শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘সেইন্ট’ উপাধি পাচ্ছেন মাদার তেরেসা

‘সেইন্ট’ উপাধি পাচ্ছেন মাদার তেরেসা

ক্যাথলিকদের সবচেয়ে সম্মানীয় স্থান ভ্যাটিকান। আর ক্যাথলিক গির্জাগুলো বিশ্বাস করে কর্মসূত্রে কেউই সেইন্ট বা সন্ত হতে পারেন না। ক্যাথলিকদের বিশ্বাস জন্মের আগেই ঈশ্বরই ঠিক করে দেন, কে সন্ত হবেন এবং কে নয়। পোপের কাছ থেকে অন্তত দুটি আলৌকিক ক্ষমতার স্বীকৃতি মিললে মৃত্যুর পর সেইন্ট উপাধি পাওয়া যায়। এবার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানবতাবাদী মাদার তেরেসার সেইন্টহুড পাওয়ার ক্ষেত্রে শেষ বাধা দূর হয়েছে। বিবিসি বলছে, আগামী বছরের সেপ্টেম্বরে রোমে ক্যাথলিক এই নানকে ‘সেইন্ট’ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। ভ্যাটিকানের পক্ষ থেকে বলা হয়েছে, সেইন্টহুড পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে আশ্চর্যজনক ঘটনার প্রয়োজন ছিল তা প্রমাণিত হয়েছে। পোপ ফ্রান্সিসও ঘটনাগুলোর স্বীকৃতি দিয়েছেন। মাদার তেরেসার অলৌকিক ক্ষমতা দুটির একটি ছিল; একজন ব্রাজিলিয়ানের মস্তিষ্কে বেশ কয়েকটি টিউমার ধরা পড়েছিল। কিন্তু তিনি আরোগ্য লাভ করেছেন। আশ্চর্য এই ঘটনাকে মাদার তেরেসার আশীর্বাদ বলেই ভ্যাটিকান নিশ্চিত হয়েছে। অন্যটি ১৯৯৮ সালে মনিকা বেসরা নামের এক নারীর পেটে ধরা পড়া ক্যান্সার সেরে যায়। তাও তেরেসার আশীর্বাদের কারণেই। বিবিসি।

সর্বশেষ খবর