রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিরিয়া বিষয়ক শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

আলোচনার জন্য ৬ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দীর্ঘদিন অশান্তি আর গৃহযুদ্ধ চলছে। তবে এবার দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। আর এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ প্রস্তাবকে ‘মাইলস্টোন’ আখ্যায়িত করে বলেন, এ প্রস্তাব সিরিয়াকে শান্তি ও যুদ্ধের যে কোনোটি বেছে নেওয়ার সুযোগ দেবে। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া সিরিয়ার শান্তি প্রস্তাবে আলোচনার জন্য ছয় মাস সময় বেধে দেওয়া হয়েছে। এরপর দেশটি শাসনের জন্য একটি সংযুক্ত সরকার গঠনের কথা বলা হয়েছে। যদিও এ প্রস্তাবে সিরিয়ায় ক্ষমতাসীন বাশার আল-আসাদ প্রসঙ্গে কিছু বলা হয়নি। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এখনো বাশারকে ক্ষমতা রাখার বিপক্ষে। তবে রাশিয়া, চীন ও ইরান এর ঘোর বিরোধী।

কী আছে সিরিয়া শান্তি প্রস্তাবে : রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে জানুয়ারির শুরুতেই যুদ্ধবিরতি ও আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। আইএস বা আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসবাদে অভিযুক্ত গোষ্ঠী আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবে না। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ও রাশিয়ার ওপর হামলা অব্যাহত থাকবে। জানুয়ারির ১৮ তারিখের মধ্যে জাতিসংঘের মহাসচিব  বান কি-মুনের কাছে অস্ত্রবিরতি বিষয়ে প্রতিবেদন জমা দিতে। জানুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে একটি বিশ্বাসযোগ্য, অসাম্প্রদায়িক ও গ্রহণযোগ্য একটি সরকার গঠিত হবে। আগামী ১৮ মাসের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক যত পরিবর্তন হবে সবই ঘটবে সিরীয়দের নেতৃত্বেই। বিবিসি।

সর্বশেষ খবর