রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সাইকেলে চড়ে অফিসে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী

কলকাতা প্রতিনিধি

সাইকেলে চড়ে অফিসে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী

পরিবেশ দূষণ কমাতে শুক্রবার নতুন বছরের শুরুর দিনেই জোড়-বেজোড় তত্ত্ব মেনে দিল্লিতে শুরু হয় গাড়ি চলাচল। প্রথম দিনেই দিল্লির রাজপথে নামে বেজোড় সংখ্যার গাড়ি। ঠিক একইভাবে গতকাল দেখা যায় জোড় সংখ্যার গাড়িকে। আর সেই তত্ত্ব মেনেই নিজের বেজোড় সংখ্যার গাড়িটিকে বাসায় রেখে সাইকেল চেপে অফিসে এলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। বাসা থেকে বেরিয়ে সাইকেল নিয়ে তিনি প্রথমে যান দিল্লির অল ইন্ডিয়া রেডিও অফিসে। সেখানে একটি লাইভ শোতে অংশ নেন শিশোদিয়া। সেখান থেকে দিল্লির সচিবালয়ে ঢোকেন তিনি। এর আগে এদিন সকালেই টুইট করে শিশোদিয়া জানান, ‘সুপ্রভাত দিল্লি! দূষণ প্রতিরোধের বিরুদ্ধে দ্বিতীয় দিনের জন্য লড়াইয়ে প্রস্তুত হও। প্রথম দিনই জোড়-বেজোড় তত্ত্ব খুব সফল হয়েছে।’

সর্বশেষ খবর