রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নতুন কণার ইঙ্গিত সার্নের

পদার্থ বিজ্ঞানে এখন তোলপার হিগস বোসন কণার আবিষ্কার নিয়ে। এ নিয়ে চলছে বিস্তর গবেষণা। এর মধ্যে নতুন আরও কণার অস্তিত্বের খবর দিয়েছে ইউরোপের পরমাণু গবেষণা প্রতিষ্ঠান সার্ন। সম্প্রতি সাংবাদিক সম্মলনে এমনই ইঙ্গিত দিয়েছে সার্ন কর্তৃপক্ষ।

২০১২ সালে হিগস-বোসন খুঁজে পাওয়ার পরে সার্ন-এর গবেষণাগার লার্জ হ্যাড্রন কোলাইডারকে দুই বছরের জন্য বন্ধ রাখা হয়। চলতি বছরের জুনে আবার সেখানে কাজ শুরু করেছে। এবার কোলাইডারকে আগের থেকে প্রায় দ্বিগুণ শক্তিতে চালাচ্ছেন বিজ্ঞানীরা। ৬.৫ ট্রিলিয়ন ইলেকট্রন ভোল্টে দুটি প্রোটন বিমকে পরস্পরের বিপরীত মুখে ছুড়ে দেওয়া হচ্ছে। তার পরে ধাক্কা। সেই ধাক্কা থেকেই মিলতে পারে নতুন কণা। যেভাবে ধারণা পাওয়া গিয়েছিল হিগস বোসন কণার। আইনস্টাইনের ভর-শক্তির সূত্র ধরে যত বেশি জোরে (শক্তির) ধাক্কা লাগবে তত ভারী কণার সন্ধান পাওয়া যেতে পারে। পাশাপাশি কোয়ান্টাম তত্ত্ব বলে, যত শক্তি ব্যয় হবে তত কণার জগতে আরও গভীরের ছবি পরিষ্কার হবে। এই কাজের জন্য প্রায় এক হাজার কোটি ডলার ব্যয় করে এই সার্ন-এর লার্জ হাইড্রন কোলাইডার তৈরি হয়েছে।

এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর