শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
গরু জবাইয়ের অভিযোগ

এবার দল থেকে বহিষ্কৃত বিজেপি নেতা

কলকাতা প্রতিনিধি

গরু জবাইয়ের অভিযোগে এবার দলেরই এক শীর্ষস্থানীয় নেতাকে ছেঁটে ফেলল বিজেপি! ঘটনা ভারতের মধ্যপ্রদেশে। রাজ্যটির দিভাস জেলার টঙ্কখুর্দ এলাকার বাসিন্দা আনোয়ার মেভ ওরফে আন্নার বিরুদ্ধে অভিযোগ গত বুধবার নিজের বাসাতেই একটি গরু জবাই করেছিলেন। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় ওই ছোট শহরটিতে। অভিযানে নামে পুলিশ। সূত্রে খবর আনোয়ারের বাসা থেকে গোমাংস পাওয়ার পরই তাকে আটক করে পুলিশ। আনোয়ারের সঙ্গেই তার চার আত্মীয়কেও আটক করা হয়। বৃহস্পতিবারই তাদের স্থানীয় আদালতে তোলা হয়। আদালত তাদের সবাইকেই কারাগারে প্রেরণ করেছে। এ ঘটনার পরই বিজেপির তরফ থেকে ওই নেতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বৃহস্পতিবারই দল থেকে বহিষ্কৃত করা হয় জেলার সংখ্যালঘু সেলের এই সদস্যকে। মামলার তদন্তকারী অফিসার বিজয় সিসোদিয়া জানান ‘আনোয়ার এবং তার আট আত্মীয়সহ মোট নয়জনের বিরুদ্ধে রাজ্যের গরু জবাই বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করা হয়েছে’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর