শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিশ্বজুড়ে আইএস মোকাবিলায় যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে আইএস মোকাবিলায় যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মোকাবিলা করবে বলে ঘোষণা দিলেন দেশটির  প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার শাসন ক্ষমতায় যে শূন্যতা রয়েছে তা ইসলামিক স্টেট জিহাদিদের উত্থানের জন্য একটি উর্বর ক্ষেত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো দেশেই আইএস জঙ্গিদের মোকাবিলা করবে।’ ‘প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলকে যেসব দেশে আইএস তাদের উত্থানের চেষ্টা চালাচ্ছে সরকারকে শক্তিশালী করতে সন্ত্রাসবাদ বিরোধী সহায়তাকে অব্যাহত রাখার নির্দেশ দেন।’ বিবিসি।

সর্বশেষ খবর