বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সৌদির সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান

আলোচনা করতে চায় ওপেকের সঙ্গেও

মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ ইরান ও সৌদি আরব। দুটি দেশই তেলের জন্য সমৃদ্ধ। কিন্তু ইরানের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এর মধ্যে ইরানের ওপর দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। ফলে দেশটি তাদের তেলের নতুন বাজার ধরতে নানা প্রকল্প হাতে নিয়েছে। এর মাঝেই গতকাল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রস্তাব দিয়েছেন ইরানের তেলমন্ত্রী কিজান জানজিনেহ। তিন গতকাল সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান তেলের অস্বাভাবিক (তেলের পড়তি বাজার) বাজার স্বাভাবিক করতে তার দেশ সৌদি আরব ও তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সঙ্গে আলোচনায় বসতে রাজি। পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের ঐতিহাসিক চুক্তির পর আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সুবিধাজনক স্থানে চলে আসে ইরান। দেশটি ঘোষণা দিয়েছে তারা এখন থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। ওপেক থেকে ঘোষণা দেওয়া হয়েছে বর্তমানে যে তেল প্রতিদিন উত্তোলন করা হয় তা স্বাভাবিকের চেয়ে বেশি। এ কারণে তেলের দাম ব্যাপকভাবে পড়ে গেছে। তবে এ সত্ত্বেও তারা তেলের উৎপাদন কমাতে রাজি নন। কিজান আরও বলেন, তেলের বাজার স্বাভাবিক করতে তারা যে কোনো বিষয়ে কথা বলতে সৌদি আরব ও ওপেকের সঙ্গে বসতে রাজি। যদিও দেশগুলোর মধ্যে ভিন্ন মতাদর্শ রয়েছে। তবে আলোচনার টেবিলে বসলে তেলের বাজার এক সপ্তাহের মধ্যে ঠিক করা সম্ভব। তাহলে বর্তমান অবস্থা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। আলজাজিরা

সর্বশেষ খবর