বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ওবামার জলবায়ু পরিকল্পনা স্থগিত করল আদালত

যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা থেকে পরিবেশের জন্য ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনাকে থামিয়ে দিল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। যদিও জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা রোধে প্রথম থেকেই আগ্রহী ভূমিকা পালন করে আসছেন ওবামা। আদালতের রায়ে বলা হয়, প্রেসিডেন্টের ‘ক্লিন পাওয়ার প্লান’ সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সমস্ত আইনগত বিরোধ মোকাবিলা করা হচ্ছে। ওবামার এই জলবায়ু পরিকল্পনা মতে, আগামী ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে দেওয়া যাবে ৩২ শতাংশ। যে কারণে পরিকল্পনায় নবীকরণযোগ্য (রিনিউয়েবল) শক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। গত বছরের  শেষদিকে প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনেও এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি জোর প্রয়োগ করা হয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর