বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আইনস্টাইন কি নির্ভুল? জানা যাবে আজ

আইনস্টাইন কি নির্ভুল? জানা যাবে আজ

আধুনিক বিশ্বে বিজ্ঞানের উন্নয়নে যার অবদান সবচেয়ে বেশি তিনি আইনস্টাইন। তার সাধারণ আপেক্ষিকতা বাদ তাকে দিয়েছে অমরত্ব। কিন্তু তার এই আপেক্ষিকতা বাদ কি পুরোপুরি সঠিক ছিল? তার সেই আবিষ্কারের ১০০ বছর পর নিশ্চিত হওয়া যাবে আজ।  এবার আইনস্টাইনের সেই তত্ত্ব সার্বিক ভাবেই প্রমাণিত হতে চলেছে। সেই তত্ত্বের পূর্বাভাসগুলোর মধ্যে কিছুতেই যার সরাসরি দেখা মিলছিল না, সেই মহাকর্ষীয় তরঙ্গও এবার খুঁজে পাওয়া যাবে। ১৪০০ কোটি বছর আগে ব্রহ্মাণ্ডের জন্মের সময়ে যে বিস্ফোরণ হয়েছিল (বিগ ব্যাং), সেখান থেকে জন্মানো তরঙ্গই হলো মহাকর্ষীয় তরঙ্গ। সেই তরঙ্গের হদিস পেতে ওয়াশিংটনের হ্যানফোর্ড ও লুইজিয়ানার লিভিংস্টোনে  সর্বাধুনিক উপায়ে নজরদারি শুরু করেছে ‘লেসার ইন্টারফেরোমিটার

গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি’র (লাইগো) দুটি অত্যাধুনিক সন্ধানী যন্ত্রের মাধ্যমে। সেই যন্ত্রই এবার আনুষ্ঠানিকভাবে বিশ্বের তিনটি জায়গা থেকে ‘তাত্পর্যপূর্ণ কিছু আবিষ্কারে’র  ঘোষণা করবে। আর সেটা আজ। যেগুলো ঘোষণা হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ভারতের পুনে আর ইতালি থেকে। অনলাইন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর