সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

হরিয়ানায় বিক্ষোভে নিহত ১০

কলকাতা প্রতিনিধি

জাঠ সংরক্ষণ আন্দোলনকে কেন্দ্র করে হরিয়ানার পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠেছে। জাঠ সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকাভুক্ত করার দাবিতে প্রায় এক সপ্তাহ আগে রোহতকে যে বিক্ষোভ শুরু হয়, ক্রমে তা ছড়িয়ে পড়েছে রাজ্যটির নয়টি জেলায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। আইনশৃঙ্খলা  ও নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত প্রাণ গেছে ১০ জনের। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। রোহতক, চণ্ডীগড়, ঝাঁজর, সোনিপথে সেনা নামিয়ে উত্তাল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। আন্দোলনের নামে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে একাধিক বাস-গাড়ি, রেলওয়ে স্টেশন, পুলিশ থানা, সরকারি ভবন, পেট্রলপাম্প, রাজ্যটির অর্থমন্ত্রী ও সাধারণ মানুষের বাসাতেও। হরিয়ানার যেসব জায়গায় মাত্রাতিরিক্ত উত্তেজনা রয়েছে সেসব জায়গায় দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনের জেরে দিল্লিতে গতকাল তীব্র পানি সংকট দেখা দেয়। এদিকে পৃথক রাজ্যের দাবিতে টানা দুই দিন পশ্চিমবঙ্গের নিউ কোচবিহার স্টেশনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জিপিসিএ)-এর রেল অবরোধে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেল রোকো কর্মসূচি শুরু করে জিসিপিএ। অবরোধের ফলে বিহারের কিষানগঞ্জের বিনয় ঠাকুর (৪৫) নামে এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়।

সর্বশেষ খবর