রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ব্রিটেন ইইউ ছাড়লে বিশ্ব অর্থনীতির সংকট

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। এমনকি অনাকাঙ্ক্ষিত সংকটও তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট জি-টোয়েন্টির (জি-২০) অর্থমন্ত্রীরা। চীনের সাংহাইয়ে দুই দিনব্যাপী সম্মেলনের শেষে এক যৌথ বিবৃতিতে তারা এ মতপ্রকাশ করলেন। শুক্রবার এ সম্মেলন শুরু হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত জি-২০ এর সদস্য সংখ্যা ২০। এরা হলো— আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ  কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে এ জোটে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয়  কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিত্ব করে থাকে। ইইউ-এ যুক্তরাজ্য থাকবে কিনা, সে ব্যাপারে আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য গণভোটে সিদ্ধান্ত নেবেন দেশটির জনগণ। তবে প্রধানমন্ত্রী  ডেভিড ক্যামেরন ও তার সরকার চাইছেন, এ জোট থেকে  বেরিয়ে যেতে। সম্মেলনে ইইউ-এ যুক্তরাজ্যের থাকা, না থাকার বিষয়টি ব্যাপক গুরুত্ব পায় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর জর্জ অসবর্ন। এএফপি।

সর্বশেষ খবর