উত্তর কোরিয়ার ওপর বেশ কিছুদিন ধরে চটা বিশ্ব। গত মাসে হাইড্রোজেন বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেশটিকে শায়েস্তা করতে নানা নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। এরপর গত পরশু দেশটির ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। কিন্তু বিষয়টিকে ভালোভাবে নিলেন না দেশটির নেতা কিম জং উন! এ ক্ষোভ থেকেই এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। গতকাল সকালে দেশটির পূর্ব উপকূলে একের পর এক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। বুধবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। পণ্যবাহী যেসব জাহাজ বা বিমান উত্তর কোরিয়ায় যাচ্ছে বা আসছে, যাওয়া এবং আসার পথে সেগুলোর বাধ্যতামূলক তল্লাশির নির্দেশ জারি করেছে নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়াকে যে কোনো ধরনের অস্ত্র বিক্রি করা বা দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। উত্তর কোরিয়া কয়লা, লোহা এবং লৌহ আকরিক রপ্তানি করে যে উপার্জন করে, তা বন্ধ করতেও নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটিতে জ্বালানি তেল বিক্রি করতেও অন্য দেশগুলোকে বারণ করেছে নিরাপত্তা পরিষদ। রপ্তানি থেকে পাওয়া অর্থ দিয়ে উত্তর কোরিয়া যাতে হাইড্রোজেন বোমা, ক্ষেপণাস্ত্রসহ নানা গণবিধ্বংসী অস্ত্র আরও বিপুল সংখ্যায় তৈরি করতে না পারে, তার জন্যই এই নিষেধাজ্ঞা। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের শহর ওনস্যান থেকে সমুদ্রের দিকে তাক করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ১৫০ কিলোমিটার পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়ার জলসীমার খুব কাছে জাপান সাগরে আঘাত করে। অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র এ দিন সকালে ছোড়া হয়েছে বলে জানা গেছে। পিয়ংইয়ংয়ের এই হুঙ্কার জাপান সাগর তথা এশিয়া-প্যাসিফিক এলাকার উত্তাপ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। এএফপি।