শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ইউরোপে আসবেন না : ইইউ

ইউরোপে আসবেন না : ইইউ

অভিবাসীর স্রোত ঠেকাতে অবৈধভাবে ইউরোপে না আসার বিরুদ্ধে সতর্ক করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক। অভিবাসীর স্রোত ঠেকাতে একটি চুক্তি করতে তিনি গ্রিস এবং তুরস্ক সফর করছেন। অভিবাসীদের সিংহ ভাগই তুরস্ক হয়ে সাগরপথে গ্রিসে এসে নামছে। তবে গ্রিসের প্রতিবেশী দেশগুলো অভিবাসীদের আর ঢুকতে দিতে চাইছে না। অ্যাথেন্সে গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক অর্থনৈতিক অভিবাসীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা মোটেও ইউরোপে আসার কথা চিন্তা করবেন না। মানব পাচারকারীদের ভালো ভালো কথা মোটেও বিশ্বাস করবেন না। আপনার যে অর্থ ব্যয় করবেন কিংবা জীবনের যে ঝুঁকি নেবেন তার সবই ব্যর্থ হবে। টাস্ক একই সঙ্গে বলেন, অভিবাসী সংকট মোকাবিলায় ইউরোপীয় অঞ্চলের কোনো দেশেরই উচিত হবে না একতরফাভাবে কোনো পদক্ষেপ নেওয়া। এদিকে সীমান্তের পাশ্ববর্তী দেশগুলোতে নিরাপত্তা জোরদার হওয়ার ফলে গ্রিসে ২৫ হাজারেরও বেশি অভিবাসী এখন আটকা পড়ে আছে। এর ফলে সে দেশে অভিবাসীদের মানবিক সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ব্রিটেনের সীমান্তের কাছে ফ্রান্সের বন্দরনগরী ক্যালেতেও মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মানুষ।  বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর