শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নতুন পতাকার জন্য নিউজিল্যান্ডে ভোট

নতুন পতাকার জন্য নিউজিল্যান্ডে ভোট

নিউজিল্যান্ডের জাতীয় পতাকা বদলের ইস্যুতে গতকাল থেকে চূড়ান্ত ভোট শুরু হয়েছে।  তিন সপ্তাহব্যাপী নির্বাচনের মাধ্যমেই চূড়ান্ত হবে দেশটির পতাকা। এ সময়ে দেশটির সাধারণ মানুষ রায় দেবেন তারা আগের পতাকা নিয়ে থাকবেন, নাকি কালো ও নীলের জমিনে রুপালি ফার্ন সংবলিত পতাকা বেছে নেবেন। গত বছর পতাকা বদল নিয়ে অনুষ্ঠিত গণভোটে রুপালি ফার্ন আঁকা নকশার পতাকাটি পাঁচটি বিকল্প নকশা থেকে সেরা নির্বাচিত হয়। ওই গণভোটে ওই পতাকার নকশাটি পায় ৫০ দশমিক ৫৮ ভাগ ভোট। এবার ভোট সংগ্রহের সময়সীমা উল্লেখ করা হয়েছে ২৪ মার্চ পর্যন্ত। এর আগেই সবাইকে ভোট দিতে বলা হয়েছে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৩০ মার্চ।  এএফপি।

সর্বশেষ খবর