শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা
অন্য খবর

পর্যটক আকর্ষণে সিমকার্ড

নেপাল পর্যটক আকর্ষণে এবং নিরাপত্তা ভীতি প্রশমনে নবাগত পর্যকটকদের মধ্যে বিনামূল্যে সিম কার্ড বিতরণ শুরু করেছে। গত বছরের শক্তিশালী ভূমিকম্প ও তুষার ধসের পর তারা এ ধরনের অভিনব প্রদক্ষেপ গ্রহণ করে। গতকাল এক কর্মকর্তা এ কথা জানান।

গত বছরের এপ্রিলে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় নয় হাজার লোকের প্রাণহানি ঘটে এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট তুষার ও ভূমিধসে পাহাড়ে ওঠার বিভিন্ন রুট ক্ষতিগ্রস্ত হয় ও দুর্গম বিভিন্ন এলাকায় অনেক পর্যটক আটকা পড়ে। বুধবার সরকারি কর্মকর্তারা কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো সব পর্যটককে ৫০ রুপি ব্যালান্সসহ বিনামূল্যে একটি সিম কার্ড দেওয়া শুরু করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর