রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সরে দাঁড়ালেন কারসন

প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বেন কারসন। তিনি রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ওয়াশিংটন ডিসির কাছে কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে কারসন বলেন, আমি (নির্বাচনী) প্রচারণার রাস্তা থেকে সরে যাচ্ছি। এখানে প্রচুর মানুষ আছে, যারা আমাকে ভালোবাসে, শুধু তারা আমার জন্য ভোট দেবে না। ৬৪ বছর বয়সী কারসন আরও বলেন, মনোনয়ন দৌড়  থেকে সরে দাঁড়ালেও এখনো মার্কিনিদের সুরক্ষায় নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন। সমবেত জনতা এ সময় দাঁড়িয়ে কারসনের জয়ধ্বনি দেয়। যদিও এ সপ্তাহের শুরুতেই সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন কারসন। তখন তিনি বলেছিলেন, তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। অবসরপ্রাপ্ত নিউরো সার্জন কারসন রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে সামনের সারিতেই ছিলেন। বিবিসি।

সর্বশেষ খবর