রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শরণার্থীদের সঙ্গে তুরস্কের নির্দয় আচরণ

তুরস্কের সীমান্তরক্ষী বাহিনী দেশটিতে আশ্রয় নিতে আসা নতুন শরণার্থীদের ব্যাপারে কঠিন ভূমিকা পালন করছে। খবরে বলা হয়, তুরস্কের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে শরণার্থীদের ঠেকাতে গুলি ব্যবহারের অভিযোগও উঠেছে। সম্প্রতি অ্যালোপ্পো থেকে আসা একটি পরিবার গণমাধ্যমকে জানায়, তুরস্কের সীমানায় তাদের থামাতে গুলি পর্যন্ত করা হয়েছিল।

ফাতিমা নামে এক বিধবা তরুণী জানান, অ্যালোপ্পোতে বোমা হামলা শুরু হলে তাকে সেখান থেকে পালাতে হয়। তুরস্কের সীমান্তে তার সঙ্গে থাকা আরেক তরুণীকে গুলি করে তুরস্ক বাহিনী। তারা তুরস্কের ভাষা জানত না। তাই সীমান্ত বাহিনী বলছিল যখন সরে যেতে, তখন ঠিক বুঝতে পারেননি তারা। তখনই তাদের ওপর গুলি করা হয়। ফাতিমা ঠিক বলতে পারেননি তার সঙ্গে থাকা মেয়েটি বেঁচে আছে নাকি মারা গেছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট

সর্বশেষ খবর