বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তুরস্ক-ইইউ সমঝোতা

শরণার্থী সঙ্কট

তুরস্ক-ইইউ সমঝোতা

চলমান অভিবাসন সংকট মোকাবিলায় নতুন নীতিমালায় একমত হয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন ও তুরস্ক। ব্রাসেলসে অনুষ্ঠিত অভিবাসন সম্মেলন শেষে তারা জানায়, তুরস্ক থেকে গ্রিসে যাওয়া শরণার্থীদের ফেরত পাঠানো হবে এবং ফিরিয়ে আনা সিরিয়ান অভিবাসীদের বিপরীতে তুরস্কে বসবাস করা সিরিয়ানদের সেই অনুপাতে ইউরোপে আশ্রয় দেওয়া হবে। এজন্য তুরস্ককে অর্থ সহায়তা দেবে ইইউ। তবে এখনো এই বিষয়টি চূড়ান্ত নয়। ১৭-১৮ মার্চ পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই চুক্তিকে ভালোভাবে দেখছে না জাতিসংঘের শরণার্থী সংস্থা। তারা বলছে এই চুক্তি কার্যকর হলে তা আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটাবে। ইইউ এর প্রধানরা জানান এই সংকট মোকাবিলায় শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। এজন্য তারা কিছু প্রস্তাবনা দিয়েছে। তুরস্ক থেকে গ্রিসে যাওয়া সব সিরিয়ান অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠানো হবে এবং সেটা হবে সম্পূর্ণ ইইউ এর খরচে। ফেরত পাঠানো প্রত্যেক সিরিয়ানের জন্য তুরস্কে বসবাস করা একজন সিরিয়ানকে ইউরোপে আশ্রয় দেওয়া হবে। ইউরোপে তুরস্কের নাগরিকদের প্রবেশাধিকার বাড়ানো হবে। জুনের পর ভিসা ছাড়াও ভ্রমণ করতে পারবেন তারা। অক্টোবরে প্রতিশ্রুত ৩ বিলিয়ন পাউন্ড দেওয়ার বিষয়টি ত্বরান্বিত হবে। এছাড়া সংকট  মোকাবিলায় তুরস্ককে অর্থ সহায়তা করা হবে। তুরস্ককে ইউরোপীয়ান ইউনিয়নের সদস্যপদ  দেওয়ার ব্যাপারে পুনরায় আলোচনা শুরু হবে। এ বিষয়ে ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, অভিবাসন সংকট নিয়ে খুবই স্পষ্ট একটি বার্তা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই সবাই একটি সিদ্ধান্তে আসতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর