বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মালয়েশীয় প্রধানমন্ত্রীকে অপহরণের পরিকল্পনা ছিল আইএসের

মালয়েশীয় প্রধানমন্ত্রীকে অপহরণের পরিকল্পনা ছিল আইএসের

গেল বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দেশটির অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের অপহরণের পরিকল্পনা করেছিল ইসলামিক স্টেট (আইএস)। মালয়েশীয় পুলিশ আইএসের ওই পরিকল্পনাটি বানচাল করে দেয় বলে গতকাল জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আহমেদ জাহিদ জানান, জঙ্গিরা মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়ও হামলার পরিকল্পনা করেছিল। এ জন্য তারা (জঙ্গিরা) বিস্ফোরক প্রস্তুত করে তা পরীক্ষা করেছিল বলেও জানান তিনি। জাহিদ বলেন, গত বছরের ৩০ জানুয়ারি দায়েশের (আইএস) সঙ্গে সম্পর্কিত ১৩ ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ নেতাদের অপহরণ করার পরিকল্পনা করেছিল। আইএসের হুমকি মোকাবিলায় মালয়েশিয়ার উদ্যোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে জাহিদ এসব কথা বলেন। এএফপি।

সর্বশেষ খবর