বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দুই বছরেও হদিস মেলেনি সেই বিমানটির

দুই বছর আগে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান এমএইচ৩৭০। কিন্তু আজও হদিস মেলেনি সেই বিমানটির। সন্ত্রাসীদের টার্গেট হওয়া, বিধ্বস্ত হয়ে সাগরের গভীরে তলিয়ে যাওয়া কিংবা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো হাওয়ায় মিলিয়ে যাওয়াসহ সব ধরনের অনুমান এবং অনুসন্ধান চালানো হয়েছে বিমানটি খোঁজ পেতে। কিন্তু জানা যায়নি ঠিক কী ঘটেছিল ২৩৯জন যাত্রীর ভাগ্যে। নিখোঁজ হওয়া যাত্রীদের স্বজনেরা গতকাল কুয়ালালামপুরে জড়ো হয়েছিলেন হারানো প্রিয়জনদের স্মরণে। অনুষ্ঠানে যারা এসেছেন, তারা কেউই একে একটি শোকাতুর ভাবগম্ভীর সভা বানাতে চাননি। এক বুক কষ্ট নিয়ে তারা একত্রিত হন একসঙ্গে বসে কিছুক্ষণ হারিয়ে যাওয়া প্রিয়জনের প্রিয় স্মৃতিগুলো  রোমন্থন করবেন বলে। সে কারণে মঞ্চে বেজেছে গান আর তার সঙ্গে নাচ। হারিয়ে যাওয়া বোয়িং বিমানটির কোনো একজন যাত্রী ভীষণ ভালো বাসতেন এই গান। আয়োজকেরা বলছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে তারা একটি গুরুত্বপূর্ণ আর্জি পৌঁছে দিতে চান। আর সেটি হলো হারানো বিমানটি খোঁজার কাজ যেন কিছুতেই থামিয়ে দেওয়া না হয়। অনুষ্ঠানে এসেছিলেন গ্রেস নাথান, তার মা অ্যান ডেইজি ছিলেন সেই বিমানে। গ্রেস নাথান বলেন, আমরা আসলে স্তব্ধ হয়ে গেছি। আমরা জানি না কী করা উচিত। প্রথম দেড় বছর তো আমি প্রতিদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় ভাবতাম, ঘরে ঢুকেই দেখব মা তার নিজের প্রিয় চেয়ারটিতে বসে আছেন। কিন্তু এই অনুভূতিটা এখন আর আগের মতো ঘনঘন হয় না আমার। আমি এখনো প্রতিটি দিনই তাকে মিস করি। কিন্তু কোনোভাবেই এটা মানতে পারি না যে আমার মায়ের সঙ্গে আমার আর কোনোদিনই দেখা হবে না। ছোট ছোট বাচ্চারা এসেছে, কেউবা হারিয়ে যাওয়া বাবা কিংবা মায়ের জন্য রঙ্গিন একটি বেলুন উড়িয়ে দিচ্ছে, যাতে লেখা শিগগির বাড়ি এসো, অনেক মজা করব আমরা। বিবিসি।

সর্বশেষ খবর