রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মুসলিম এলাকা থেকে প্রচারণা শুরু মমতার

নরেন্দ্র মোদিও আসছেন

কলকাতা প্রতিনিধি

আনুষ্ঠানিকভাবে গতকাল  কলকাতা নগরীতে প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকালে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত দক্ষিণ কলকাতার মোমিনপুর থেকে পদযাত্রার মধ্য দিয়ে এই নির্বাচনী প্রচারণা শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, বিজেপির পক্ষে প্রচারণা চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শিগগিরই কলকাতা আসছেন। মমতা গতকাল মোমিনপুর ক্রসিং থেকে ইকবালপুর হয়ে খিদিরপুর মসজিদ মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পদযাত্রা শেষ করেন। কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী রাজ্যটির নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিমের সমর্থনে এ পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের পদযাত্রায় সামিল হয়েছিলেন ফিরহাদ হাকিম, রাজ্যটির যুব কল্যাণ মন্ত্রী অরুপ বিশ্বাস, ফায়ার সার্ভিস মন্ত্রী জাভেদ হাকিম, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং দলের নেতা-নেত্রীরাসহ অসংখ্য সাধারণ মানুষ। মিছিলে প্রত্যেকের হাতেই ছিল দলীয় পতাকা এবং নানা রঙের ফেস্টুন ও পোস্টার। মমতার মিছিলের যাত্রাপথের একটা বড় অংশ ছিল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত এলাকা। স্বভাবতই এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মুসলিম সমপ্রদায়ের মানুষ ও নারীরা। এ পদযাত্রার প্রধান লক্ষ্যই ছিল মানুষের মধ্যে জনসংযোগ ও দলীয় কর্মীদের নির্বাচনী কাজে উদ্বুদ্ধ করা। আজ কলকাতার ঠাকুরপুকুর থেকে বেহালা পর্যন্ত পদযাত্রা করবেন মমতা। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৪ এপ্রিল প্রথম দফায় ভোট শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। মোট ছয় দফায় এই নির্বাচন চলবে আগামী ৫ মে পর্যন্ত। এই নির্বাচনে উত্তর থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে বিজেপি প্রার্থীদের সমর্থনে মোট ১০টি প্রচারণায় অংশ নিতে পারেন মোদি।

সর্বশেষ খবর